-
Posted by
Arabian Princess March 22, 2019 -
Filed in
Society
-
2,103 views
মানুষ সামাজিক জীব। তাই মানুষকে সমাজে বাস করতে হয় কিন্তু এই মানব সমাজ যে বড়ই বিচিত্র। কেন এই এই বিচিত্র মানব সমাজ?সময়ের সাথে সাথে মানুষ যে পরিবর্তনশীল,তার ই প্রতিফলন আমরা দেখতে পাই এই বিচিত্র মানব সমাজে। সকল মানুষ এরই বৈজ্ঞানিক নাম হচ্ছে Homo sapien.. একই প্রজাতির হওয়ার পরও কেন মানুষে মানুষে এতো বৈচিত্র্যতা? কেন আমাদের সমাজ আর আফ্রিকান সমাজে এতো পরিবর্তন? আবার কেনই বা আমাদের দেশের এক অঞ্চলের মানুষের সামাজিক প্রথার সাথে অন্য অঞ্চলের মানুষের সামাজিক প্রথার এতো বৈচিত্র্যতা। এসকল প্রশ্নের উত্তর খুজঁতে হলে যে করতে হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ, মিশতে হবে ভিন্ন সমাজের মানুষের সঙ্গে,কাছে থেকে দেখতে হবে তাদের জানতে হবে অনেক।আরে,ধুর আমাদের এসব দেখার জানার সময় আছে নাকি? আমরা তো ব্যস্ত সম্পদের উঁচু পাহাড় তৈরীতে আর বাকি যা সময় থাকে ফেসবুকিং করতে। তাই তো আমরা ভিন্ন মানব সমাজের বৈচিত্র্য কি দেখবো আমাদের সমাজে যে উঁচু-নিচু, ধনী-গরিব ভেদাভেদ এসবই দেখতে পাই না।আরে আমি ১০ হাজার টাকার চেয়ে কম দামের শাড়ি কেমনে পরবো? আমার একটা স্টেটাস আছে না? থাক আমার প্রতিবেশি না খেয়ে।এতে আমার কি যায় আসে? আমি তো ব্যস্ত আমার সোশিয়াল স্টেটাস নিয়ে।চীনের মতে সমাজতান্রিক হইলে হয়তো আমরা কিছুটা রক্ষা পাইতাম এই ধনী-গরিবের ভেদাভেদ হইতে। আমাদের একেক অঞ্চলে বিয়ের প্রথা একেক রকমের, সংসারের কর্তৃত্তের প্রথা একেক রকমের। একটা দেশেই যদি সামাজিক রীতি এতো ভিন্ন হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তো তার বৈচিত্র্য থাকবেই। এক স্রষ্টার তৈরী হয়েও কেন মানুষে মানুষে এতো বৈচিত্র্য তার উত্তর খুজা যে বড়ই জঠিল।
Comments