-
Posted by
Arabian Princess April 9, 2019 -
Filed in
Society
-
3,215 views
পরক্রিয়া বলতে আসলেই যা বোঝায় তা মনে হয় আধুনিক ছেলে-মেয়েরা জানেই না।জানবেই বা কি করে তারা তো আর ছেলে-মেয়ের মধ্যে যে পার্থক্য আছে সেটা শিখে বড় হয় নাই। তারা যে সমাজে বড় হয়েছে সেখানে ছেলে-মেয়ে সবাই জাস্ট ফ্রেণ্ড।এই জাস্ট ফ্রেন্ডের সাথে শারীরিক-আত্মিক যে কোন সম্পর্ক থাকাই যে তাদের কাছে স্বাভাবিক। এমনকি বিয়ের পরও সেই সম্পর্ক থেকে তারা বের হতে পারে না যার করুণ ফলাফল হলো পরক্রিয়া। ছেলে-মেয়েদের মাত্রাতিরিক্ত ইচ্চামতো চলাফেরা করাটাই পরক্রিয়ার আসল কারন । ব্যস্ত এই সমাজের ব্যস্ত মা-বাবারা নিজেরা কাজে ব্যস্ত থাকার দরুন সন্তানকে দেওয়ার সময়ই পান না।ফলে সে সন্তান ছোটবেলা থেকেই মুক্ত আকাশে পাখির ডানা মেলে উড়ে বেড়ায়। যখন সেই সন্তান কে বিয়ে দেওয়া হয় তখন সে তার স্বামী বা স্ত্রীর কাছে নিজের মনকে বন্দি করে রাখতে পারে না।পারবেই বা কি করে? স্বাধীন পাখি কি আর পরাধীন হতে চায়? যার ফলে দাম্পত্য জীবনে তারা একজন নারী বা একজন পুরুষকে ভালোবেসে থাকতে পারেন না। তাদের স্বাধীনতার এই চাহিদাকে মেটনোর জন্য তাদেরকে লিপ্ত হতে হয় পরক্রিয়ায়। আর অধিকাংশ ক্ষেত্রেই এই পরক্রিয়ার মূল্য তারা দেন নিজের জিবন দিয়ে নয়তো দাম্পত্য জীবনের ইতি টানা দিয়ে। তবে এখানেই কি শেষ? জীবন এর বিসর্জন দিলে তো আর কিছু শেষ হয় না মৃত্যুর পর ওপারে যে নতুন জীবন শুরু হবে সেখানে পরক্রিয়ার শাস্তি কতোটা ভয়ানক তা কি তারা জানে???
Comments