Shaheena Roni's Album: Wall Photos

Photo 1 of 2 in Wall Photos

#প্রিয়_বোকা_মেয়ে,

তুমি কি জানো!?
পৃথিবীর প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে সৃষ্টির শুরুর লগ্ন থেকেই মানুষের কৌতূহলের শেষ ছিল না,এমনকি এখনও কৌতূহলের কমতি নেই।প্রাকৃতিক রহস্যগুলো ভেদ করে একটি সিদ্ধান্তে আসার জন্য মানুষ শুরু থেকেই কৌতূহলী ছিলেন আছেন এবং থাকবেন আর ঠিকানাহীন হয়ে পৃথিবী ধ্বংসের শেষ পর্যন্ত কৌতূহলী রয়ে যাবেন।
এ জায়গায় প্রকৃতির সাথে মানুষের এবং আমার সাথে তোমার সম্পর্কের এক ধরনের মিল রয়েছে,এই যে দেখো অকারনেই আমি তোমাকে "বোকা মেয়" বলে সন্মোধণ করি ঠিক তেমনি প্রকৃতিও মানুষকে বোকা বলে সন্মোধণ করে।
আমার ধারনা,যদি প্রাকৃতিক রহস্যগুলোর নিজস্ব কোন আওয়াজ থাকতো তবে প্রায়ই মানুষ প্রকৃতির কন্ঠে শুনতে পেতো "ওহে বোকা মনুষ্য জাতি অযথা আমার রহস্য নিয়ে সময় নষ্ট না করে আপনের রহস্য উন্মোচন কর,আপনকে চেন,আপনের কাছে থাক,আপনকে আগলে রাখ।"
এই প্রকৃতির কন্ঠতো শোনা যায়না তাই সকল প্রাকৃতিক বাঁধা অতিক্রম করে প্রাকৃতিক রহস্য নিয়ে সময় নষ্ট করতেই আমরা বেশি পচ্ছন্দ করি।
আচ্ছা, মৃত্যুওতো একটি প্রাকৃতিক রহস্য।অামরা সবাই জানি একদিন মৃত্যুর সাধ সমগ্র জীবজগতকে নিতে হবে তবে আমরা কেউ মরতে চাইনা,আর যেখানে "না" শব্দটি রয়েছে আমাদের আগ্রহ সেখানেও বেশি।আমরা কিছু সময়ের জন্য হলেও মৃত্যুর কাছাকাছি থেকে মৃত্যুর সাধ নিয়ে আবারো জীবনে ফিরে আসতে ভালবাসি,তবে মৃত্যুর এত কাছে থেকেও মৃত্যুকে ভালবাসতে পারিনা,মৃত্যুকে আগলে রাখতে পারিনা।
যাইহোক এতদিন পর তোমাকে আবোল-তাবোল কিছু বললাম,মন খারাপ করোনিতো!?
কি ভাবছো!?এতদিন কোথায় হরিয়েছিলাম!?
তোমায় নিয়ে এখনোও স্বপ্ন দেখি কি না!?
হুম দেখি,
খুব বাজে স্বপ্ন দেখি।
স্বপ্নে দেখি আমাদের দুজনার মাঝে কালো মোটা একটি বিশাল সাপ এসে কিলবিল করছে এবং আমাদের দুজনকে একে অন্যের কাছ থেকে আলাদা করে দিয়েছে।এমন আরও অনেক স্বপ্ন দেখি,প্রতি রাতেই দেখি,ভয়ে তোমাকে বলা হয়না,বলতে ইচ্ছে হয়না,তুমিতো আমার সাহসও নও,তুমি আমার সন্মানও নও,আর আমি তোমার কাছে #আজাইরা সময় নষ্ট ছাড়া কিছুই নই।
যাইহোক আজ কিছু বলি,সেদিন কি দেখেছি জানো!?
আমাদের একটি কন্যা সন্তান হয়েছে,সাভাবিক ভাবেই যার নাম #বৃষ্টি।তো স্বপ্নের মাঝে দেখছি সে হামাগুড়ি দিতে শিখেছে,আমি খোলা এক মাঠে দাড়িয়ে, আশপাশ জনশূন্য,আকাশে কালো মেঘ,হটাৎ কোথা থেকে যেন বৃষ্টি আমার দিকে হামাগুড়ি দিয়ে আসছে,তার পরনে সাদা জামা,মুখে অস্পষ্ট বুলি,মুখভর্তি হাসি ঠিক যেন তোমার মত,ও হামাগুড়ি দিয়ে আমার কাছে আসতেই আমি আগ্রহ নিয়ে বৃষ্টিকে কোলে নেয়ার আগে দেখলাম তার মুখ বেয়ে রক্ত বের হচ্ছে,দু-চোখের চারপাশ জুড়ে কালো,দুচোখ বেয়ে অশ্রু ঝরছে যার রং লাল মানে দুচোখ দিয়ে রক্ত ঝরছে,আমি ভয়ে বৃষ্টিকে কোলে না নিয়েই পালিয়েছি।আচমকা ঘুমটা ভেঙে যায়,তার পর থেকেই মনে অনেক প্রশ্ন অনেক কথা ঘুরছে,আর এই প্রথম মনে হচ্ছে আমি নিজেকে অনেক বেশি ভালবাসি।
বোকা মেয় তোমাকে একটা প্রশ্ন করি সম্ভব হলে উত্তর দিও।
আচ্ছা ঘুম ব্যাতিত মৃত্যুকে অনেক কাছ থেকে উপভোগ করে আবার জীবন ফিরে পাওয়ার যে তৃপ্তি তার সাধ গ্রহন করার অন্যকোন প্রাকৃতিক উপায় কি তোমার জানা আছে!?
অব্যশই উপায়টি প্রাকৃতিক হতে হবে কৃত্রিম নয়।
কৃত্রিমতায় মৃত্যুর সাধ নিয়ে আবারো জীবনের তৃপ্তি নেওয়ার জন্য সিগারেট কি যথেষ্ট নয়!?
আমার মনে হয় যথেষ্ট।
যেমনটা যথেষ্ট তোমার দেয়া অনুভূতি।
তবে তোমায় নিয়ে আমি এখনও কৌতূহলী।
তুমি কি প্রকৃতি!?
নাকি আমার সৃষ্ট দুঃস্বপ্ন!?
তুমি!?
হয়তো আমার মাঝেই আমার নোংরা অনুভূতি যা পাপ অর্জনে সদা মগ্ন।
0 comments