-
Posted by
Hasina Akhtar Nigar January 7, 2019 -
Filed in
Personal
-
#freedom
-
1,867 views
পড়ন্ত বিকেল মুক্তির আলো
-হাসিনা আকতার নিগার
জীবন এক বহতা নদী। সুখে দুঃখে সর্ম্পকের টানা পোড়নে কত কিছু ঘটে যায় এ নদীর বাঁকে বাঁকে । যেখানে থাকে পাওয়া না পাওয়ার হিসেব নিকেশে। আর এ হিসাবের অমিলে বেলা শেষে এ জীবন নদীতে মানুষ কিন্তু একা। তারপরও মানুষ চারপাশের জগতকে আঁকড়ে ধরে বাঁচার প্রচেষ্টারত থাকে নিরন্তন।
তবে বাস্তবিক জীবনের ঘাত প্রতিঘাতের সাথে লড়াই করা একা কোন মানুষকে কেউ যদি ভাবে তার উপর নিভরশীল। একা এমানুষটি তাকে ছাড়া অচল এটা জীবনে চরম এক যন্ত্রনা। এ যন্ত্রনার সাথে আপোষ হয় না। কারন কারো সাথে মানসিকভাবে নির্ভরতাকে কেবল উপলদ্ধি করা যায়, ব্যাখ্যা নয়। এখানে থাকে না জীবনের পার্থিব চাহিদা মিটানোর হিসাব। কিন্তু আমাদের সমাজে এ সম্পর্ককে টিকে রাখা বড় কঠিন।আর একজন নারীর বেলায় তা আরো দুরুহ।
অচেনা আনমনে পড়ন্ত বিকেলে বারান্দায় বসে জীবনের ডায়রিটা নিয়ে ভাবতে গিয়ে দেখল, ছুটে চলা জীবনের পথে সবটুকু দায়িত্ব পালন করতে গিয়ে সে যে ভুলে গেছে নিজেকে। সত্যিকারভাবে বলতে গেলে, 'জীবনের চাকা ঘুরাতে ঘুরাতে সে ভুলেই গেছে নিজের আত্মপরিচয়।সে নারী নাকি পুরুষ? আত্মাকিভাবে নিজেকে মানুষ ভাবে বলে অবয়বের পরিচয় টা তার কাছে বাতুলতা মাত্র । কিন্তু এখন তার শুধু মাত্র একটা সিদ্ধান্তে নির্মমভাবে সে বুঝল,'যাই কিছু করুক না কেন, সে একজন নারী।' আর দশটা মানুষের মত সে সব করতে পারে না। নিজের মত করে চাইলে সব হবে না। তার জন্য একটা কারন থাকা চাই। কিন্তু আবেগকে প্রশয় না দিয়ে যুক্তি দিয়ে চলা এ জীবনটা যে মুক্তি পেতে চাইছে ক্লান্ত জীবন থেকে বড়। যদিও তার আবেগ বড় মূল্যহীন সবার চোখে।উল্টা অতি কাছের মানুষদের চোখে প্রশ্নবোধক চিহ্ন। এক মুর্হুতে সব পালটে গেল। তার মুখে এ জীবিকার তাগিদে ছুটে চলা জীবন থেকে স্বেচ্ছায় সরে যাবার সিদ্ধান্ত শুনার পর।
আজ তার সকল কাজের হয়েছে অবসান। এ চেনা শহর চেনা মানুষগুলোর কাছে সে অনেকটাই অপাংক্তেয়। নাম যশ খ্যাতি সব যেন নিমেষে উবে গেল। নিজেকে যখনি গুটিয়ে নিতে চাইল তখনি দেখল জীবনে সম্পকের বাঁধনগুলো বড় আলগা।
সে কাজের ক্ষেত্র হোক কিংবা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হোক। মিথ্যা ফানুসের আড়ালে যন্ত্রনার সাথী কেউ নেই। নিজের কাছে নিজের উত্তর খুঁজে নিতে গিয়ে যেটুকু কষ্টে চোখের জল ঝরেছে তার চেয়ে অনেক বেশী স্বস্তি পাচ্ছে এই ভেবে যে,'নিজেকে নিজের সাথী করেছে বলে।এ সম্পর্ক যে অন্তহীন জীবনের। অন্তত মিথ্যা মোহের প্রলাপে নিজেকে বিসর্জন দেয়া থেকে পেয়েছে সে মুক্তি।
বিকাল গড়িয়ে সন্ধ্যা তারা আকাশে উঠেছে কখন অচেনা টের না পেলেও আপন মনে গেয়ে উঠে 'আমার মুক্তি আলোয় আলোয়'।
Comments