-
Posted by
Hasina Akhtar Nigar February 11, 2019 -
Filed in
Society
-
#sex education
-
2,192 views
মা বন্ধু বলেই তুতুল পেয়েছে সঠিক সেক্স এডুকেশন
- হাসিনা আকতার নিগার
তুতুল ক'দিন ধরে চুপচাপ। সারাদিন ইন্টারনেটে ব্যস্ত। তার মা বিষয়টা লক্ষ্য করেছে। ছেলেটা নিয়ে এখন এমনিতে চিন্তিত মা। বয়োসন্ধির এ সময়তে ছেলে মেয়েরা নিজেদের আপন একটা জগত তৈরি করে নেয়। শারিরীক পরির্বতন মানসিকভাবে চাপ তৈরি করে।
তুতুল আর মা বেশ ভালো বন্ধু। তবু মনে হয় সে নিজের কিছু লুকাচ্ছে। মা তুতুলকে বলেছে শারিরীক পরির্বতনগুলোতে সে কি কি করবে। এমনকি সেভিং কীট গিফট করেছে। তুতুলকে সব সময় বলত সে তার মায়ের পেট থেকে এসেছে। এমন কি ইউটিউবে দেখিয়েছে সে কিভাবে একটু একটু করে বেবী হয়েছে। তারপর ডাক্তার আংকেল কি করে বের করেছে মায়ের পেট থেকে।
কিন্তু ৩/৪ দিন ধরে রুমী কি সব দেখালো ইউটিউবে । তারপরই হাজার প্রশ্ন সেক্স নিয়ে মাথাতে ঘুরছে তুতুলের। ইচ্ছা হচ্ছে মাকে বলতে। কিন্তু রুমী বলেছে কেউ জানলে বকা দিবে। এসব চিন্তা করতে করতে দেখে মা দাঁড়িয়ে আছে দরজায় বিকেলের নাস্তা নিয়ে।
- কি রে তুতুল এত কি চিন্তারে। আমি এলাম তুই টেরই পেলি না যে।
- না মা কিছু না। তুমি টেনশন করো এমনিতে।
- জি বাবা, আমি টেনশন করি আর বুঝতে পারি ছেলেকে।
- শোন আজ তোকে কিছু বিষয় বলব। ছেলে মেয়েদের এ বিষয়টা জানা উচিত তার নৈতিকতা ঠিক রাখার জন্য।
- বলো মা। তুমি হলে আমার বন্ধু। আমার ও একটা প্রশ্ন ছিল। তবে তোমার কথা শুনে সে প্রশ্ন করব।
মা যেহেতু প্ল্যান করেছে আজ ছেলেকে সেক্স নিয়ে জ্ঞান দিবে। তাই শুরু করলেন রেপের একটা নিউজ দিয়ে। ছেলের কাছে রেপ বলতে সে কি বুঝে জানতে চাইলেন। কথাটার উত্তর না দিয়ে তুতুল যেন লজ্জায় লাল হয়ে গেল।
মা বুঝলেন সমস্যা কোথায় তুতুলের। দেরি না করে নিজেই বললেন তুতুল তোমার প্রশ্ন কি সেক্স সংক্রান্ত?
- হ্যাঁ মা। কিন্ত রুমী বলেছে এসব বিষয় কাউকে বলতে নেই। সে গেম খেলতে খেলতে ইউটিউবে আমাকে দেখিয়েছে। সরি মা আমি ভুল করেছি।
- বাবা ইটস ওকে। তুমি আর রুমী এসব দেখবে না। আমি তোমাকে নারী পুরুষের বিষয়গুলো বুঝিয়ে বলব। প্রাকৃতিকভাবে মানুষ বড় হবার সাথে সাথে তার শরীরে হরমোনের পরির্বতন আসে। আর সেখান থেকেই সেক্স বিষয়টা হয়।
আস্তে আস্তে অনেক সময় নিয়ে নারী পুরুষের শারিরীক বিষয়গুলো বুঝালেন তুতুলকে মা।
এমনি করে তুতুলের মা বন্ধু হয়ে তাকে মানুষ রিপুর তাড়ানোতাতে কি কি ভুল করে তা বুঝিয়েছে। সে সাথে বলেছে মানুষের যৌন বিষয়ের সব কিছু।
তুতুল সব শুনে কষ্ট পেয়েছে রেপ নামের পাশবিক নির্যাতন নিয়ে। আর নিজেই প্রতিজ্ঞা করেছে এমন অন্যায়ের জন্য সে প্রতিবাদ করবে।
মা কে জড়িয়ে বলে, তুমি আমার বেষ্ট ফ্রেন্ড। তুমি ছাড়া কেউ আমাকে বুঝে না। এক নিমিষেই আমার সব প্রশ্নের জবাব দিলে। আর আমি বুঝলাম সেক্স নিয়ে লুকোচুরি বা লজ্জার কিছু নেই। সঠিকভাবে জানতে হবে। আমি রুমীকে বলবো সে যেন লুকিয়ে কিছু না দেখে।
তুতুলের মায়ের মত সন্তানকে সেক্স এডুকেশনটা দিতে হবে পরিবার থেকে। কারণ মা বাবাই সন্তানের জীবনের ভুল ভ্রান্তিকে শুধরে দিতে পারে। শুধু শাসন দিয়ে শিক্ষা দিতে গেলে সন্তান অনেক কিছু লুকিয়ে যায়। কেননা এখন তাদের হাতের কাছে তথ্য প্রযুক্তি। যা দিয়ে ভালো মন্দ দুই ই শিখার সুযোগ রয়েছে। তাই সব শিক্ষার পাশাপাশি সেক্স এডুকেশনটা নিয়ে ভাবতে হবে মা বাবাকে।
Comments