মা-বাবার ঠিকানা কেন বৃদ্ধাশ্রম

  • ‌আমাদেরকে দুনিয়ায় আলো দেখান মা-বাবা।তাদের মাধ্যমেই আমাদের দুনিয়াতে আগমন হয়।আর আমরা বড় হয়ে সেই মা-বাবাকে লালন পালন করতে চাই না। আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন নড়াচড়া করে মাকে কষ্ট দেই মা এক অসহ্যকর ব্যাথা সহ্য করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসেন। শিশুকাল থেকেই বিরক্ত না হয়ে আমাদেরকে লালন পালন করেন। আর বাবা তো হচ্ছেন সেই ব্যক্তি যিনি গর্ভে ধারণ না করেও গর্ভে ধারন করার কষ্ট অনুভব করেন।বাবা হলেন সেই ব্যক্তি যিনি তার হাজার অভাব অনটন সন্তানকে বুঝতে দেন না। মা-বাবা দুই জনেরই এতো সংগ্রাম তাকে একটাই বিষয় নিয়ে সেটা হলো সন্তানের ভবিষ্যৎ কিভাবে সন্তাকে উচ্চ শিক্ষিত করবেন। আর সেই সন্তান যখন বড় হয়ে বড়লোক হয়, হয় কোন বিসিএস ক্যাডার কিংবা বড় কোন অফিসার তখন যে মা-বাবার আর কোন প্রয়োজন তার কাছে থাকে না। থাকবেই বা কি করে? তার যশ প্রতিপত্তি যে মা-বাবার চেয়ে বেশি হয়ে যায়। সে যে অনেক নামি-দামি লোক হয়ে তার মা-বাবার সমাজের চেয়ে উঁচু সমাজের হয়ে যায়। ফলে সে বিয়ে করে উঁচু সমাজের কোন মেয়েকে।তার স্ত্রী হয় তার মা-বাবার চেয়ে আধুনিক। যার দরুন তার স্ত্রী মামা-বাবার সাথে মানাতে পারে না। মা-বাবাকে বাড়িতে রাখলে তো তার আধুনিকা স্ত্রীর বন্ধু-বান্ধব এর সাথে কক্টেল পার্টি, লেইট নাইট পার্টি করতে সমস্যা হবে। আর মা-বাবা কি এতো পার্টি চেনে না কি? তারা তো হলেন ব্যাকডেটেড।যার জন্য তাদেরকে রাখার মতো জায়গা আর সন্তানের বাড়িতে থাকে না।তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। যেখানে তারা গেলে সঙ্গী পাবেন তাদের মতোই আরও কিছু সংগ্রামী মা-বাবাদের। হায় রে উচ্চ শিক্ষিত সন্তান বুঝলি না যে তুই তোর মা-বাবার বিসর্জন। যে বিসর্জনের বিনিময় তুই আজ এতো নামি-দামি লোকের মেয়ের জামাই হলি।পরিশেষে সেই মা-বাবাকেই বাড়ি ছাড়া করে বৃদ্ধাশ্রমে ঠাঁই দিলি?

Comments

4 comments
  • Arabian Princess likes this
  • Noshin Tasnia
    Noshin Tasnia Can you please add your blog in wiki??
    April 9, 2019
  • Arabian Princess
    Arabian Princess How can i add it on wiki???
    April 9, 2019
  • Arabian Princess
    Arabian Princess If u can say the process i will try to add it on wiki.....
    April 9, 2019
  • Noshin Tasnia
    Noshin Tasnia https://coolinventor.com/videos/280/98/how-to-write-in-the-cool-inventor-wiki-part-1-nusrat-jahan-pinki
    April 9, 2019