-
Posted by
Arabian Princess April 10, 2019 -
Filed in
Other
-
1,823 views
মেয়েটির নাম ছিল প্রিয়া। নাম যেমন প্রিয়া তেমনি ছিল সে সবার আদরের। মা-বাবা আর ভাইদের চোখের মণি ছিল। মেয়েটির মায়াবি চেহারার যাদু এতোটাই ছিল যে তার চেহারার দিকে তাকিয়ে কেউ তাকে কটু কথা বলতে পারবে না। সবার আদরের ছোট্ট প্রিয়া যখন নবম শ্রেনীতে উঠলো তার মাঝে অন্যরকম অনুভূতি আসতে লাগলো। পাশের বাসার ছেলেই তানভীর প্রিয়ার সাথে একই স্কুলে পড়ে। প্রিয়া অনেক লাজুক মেয়ে তাই ছেলেদের সাথে মিশে না। কিন্ত তানভীর কে দেখলেই যে প্রিয়ার অন্যরকম অনুভূতি কাজ করে।তানভীর স্কুলে না গেলে প্রিয়া যে ব্যাকুল হয়ে বারান্দায় দাড়িয়ে থাকে এক পলক হলেও তাকে দেখার জন্য। প্রিয়া অনেক বুদ্ধিমতী আর মা-বাবার ও কত আদরের মেয়ে।তাই তানভীরের প্রতি তার অন্য রকম অনুভুতি টাকে আগ্রাহ্য করে চলতে চায়।কিন্তু মন টা কে বোঝাতে পারে না এমন কি নিজেও সে বুঝতে পারে না কেন এরকম অনুভূতি। তাই প্রিয়া নিজেকে নিজে আয়নার সামনে দাড়িঁয়ে প্রশ্ন করে প্রিয়া তুমি কি তানভীর কে ভালোবাসো? নয়তো কেন তার প্রতি তোমার এতো টান? নিজে নিজে উত্তর দেয় সে ভালোবাসা কাকে বলে জানি না,তবে আমি বুঝতে পারি না তানভীর কে কেন এতো ভালো লাগে? এটা কি কিশোরী বয়সের বেশি আবেগ না কি সত্যি ভালোবাসা? অপরদিকে তানভীর যে বড্ড দুস্টু ছেলে যদিও তার দুস্টামি গুলো ভালোই লাগে প্রিয়ার কাছে।তানভীর ও যে প্রিয়ার মতোই অন্যরকম অনুভব করে তাকে।প্রিয়াকে এক পলক না দেখলে যে তার ভালোই লাগে না। কেন যে স্কুলের অন্য মেয়েদের চাইতে প্রিয়ার সাথেই কথা বলতে তার বেশি ভালো লাগে।প্রিয়া কে না দেখলে প্রিয়ার বাসার আশে-পাশে ঘুরাঘুরি করতে তার মন চায়। কেন এরকম টান প্রিয়ার প্রতি? তানভীরও যে তার অনুভূতি গুলোর কোন কারণ খোঁজে পাই না। সেও নিজের মনের কাছে প্রশ্নবিদ্ধ এটাই কি ভালোবাসা নাকি এই বয়সের আবেগপ্রবণ ভালো লাগাই শুধু? (চলবে)
Comments