পহেলা বৈশাখের একাল-সেকাল

  • ‌পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানার প্রধান উৎসব। ইংরেজি তারিখের ১৪ই এপ্রিল সাধারণত বাংলা বছরের প্রথম দিন হয় অর্থাৎ বৈশাখের ১ তারিখ থেকে বাংলা বছরের শুরু হয়। পহেলা বৈশাখের প্রচলন শুরু হয়েছিলো মোঘল সম্রাট আকবরের সময় থেকে। কিন্ত তখনকার পহেলা বৈশাখ আর এখনকার পহেলা বৈশাখে যে বিস্তর পার্থক্য।সম্রাট আকবর পহেলা বৈশাখের শুরু করেছিলেন কর তুলার জন্য। এরপর থেকে পহেলা বৈশাখ অনুষ্টানটি ছিল প্রধানত ব্যবসায়ী সমাজের।ব্যবসায়ীরা এ দিনে পুরাতন বছরের লেনা-দেনা শেষ করে নতুন বছরের হালখাতা শুরু করেন। কিন্তু বর্তমানে পহেলা বৈশাখ হয়ে গেছে সবার অনুষ্টান।গ্রামীণ সমাজ থেকে শহরেই যে এর প্রাধান্য বেশি। শহরের লোক-জনেরা এ দিনে লাল-সাদা রঙের পোশাক পড়েন,পরিবার পরিজন নিয়ে পহেলা বৈশাখের জন্য আয়োজিত নানা অনুষ্ঠানে যান। শিক্ষার্থীদের জন্য তো এই দিনটি ধর্মীয় উৎসবের চাইতেও বেশি আনন্দের মেয়েরা শাড়ী এবং ছেলেরা পাঞ্জাবি পড়ে তাদের নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্টানে অংশগ্রহণ করে। কেউ কেউ আবার ঘরোয়াভাবে ইঁলিশ পান্তা খাওয়ার মাধ্যমে দিনটিকে উদযাপন করেন। গ্রামীণ সমাজের লোকেরা রং খেলা এবং বিভিন্ন ধরনের পিঠা তৈরী করে খাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখকে উদযাপ করেন।তবে এখন আর শহরের লোকদের মতো গ্রামের লোকদের মধ্যে পহেলা বৈশাখ কে নিয়ে এতোটা আমেজ দেখা যায় না।এভাবেই কালের ক্রমে পরিবর্তিত হয়ে পহেলা বৈশাখ এখন গ্রামীণ সমাজ থেকে শহরের সমাজের প্রধান উৎসব হয়ে গেছে।

Comments

0 comments