-
Posted by
Raju Ahmed May 23, 2019 -
Filed in
Arts & Culture
-
#ফ্যাক্টঃ #আমি_বেকার
-
2,093 views
#মাস্টার্স (#এমএসসি)শেষ করেছি ৩-৩.৫ বছর আগে,আর এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় #এমবিএ শেষ করলাম যার রেজাল্ট গত ১৭/৫/১৯ তারিখে দিয়েছে,আল্লাহর রহমতে যা হয়েছে ভাল হয়েছে,বাবাকে জানাতে গেলাম কোন পাত্তাই দিলোনা,মাকে জানাতে গেলাম তার #রেডিও বেজে উঠলো অন্যটা,"আমার কোন যোগ্যতাই নাই,তাদের সম্ভবতঃ জামাই বিসিএস ক্যাডার(#এমবিবিএস) তাহাকে চার চাকার গাড়ী দেয়া প্রয়োজন,আর আমি একজন মূর্খমানব", যাহার নুন আনতে পান্তা ফুরায় তাহার স্বপ্ন চার চাকার গাড়ী দেয়া,যেখানে আমার বাবা একজন পুলিশ কন্সটেবল(,যদিও মাতাজি এটা কথার কথা বলেছে।) যাক তবুও ভাল যদি বোনটা সুখে থাকে।আর থাকবেইবা না কেন,দেশের সেরা মেধাবীর হাতে আল্লাহর রহমতে তার দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে।দোয়া করবেন আমার একমাত্র বোনের জন্য।আর আমি বউ সহ দীর্ঘ ৪-মাস হলো গৃহত্যাগ মানে বাসা থেকে বের করে দিয়েছে মা আর বোন তাদের দীর্ঘ মেয়াদি সুক্ষ পরিকল্পনা অনুযায়ী তাহাদের ক্ষুদ্র সার্থ হাছিলের উদ্দেশ্যে,যেখানে বাবাকে করা হয়েছে বাধ্য তাহদের মনের ইচ্ছে পূরনে,অবেশেষে তারা সাফল্যের শীর্ষে আর এখন আমি আমার শখের বাইক বিক্রি করে #আর_একজন_মানুষ_রুপি_আল্লাহর_ফেরস্তার_উছিলায়_ও_সহযোগিতায় একরুম বিশিষ্ট টিনসেট ভাড়া বাসায় নতুন বউ নিয়ে ফ্লোরিং করে শুয়ে থাকি।যেখানে ইদুঁর সহ পোকামাকড়ের যথেষ্ট উপদ্রব।যথেষ্ট ভয়ও লাগে তবে নিরুপায়,কারন অর্থনৈতিক দিকটাওতো বিবেচনায় রাখতে হবে। যেমনই হোক ঘরে ঘরে এমন মা আর বোন যেন আর না হয় এই দোয়া করি আল্লাহর কাছে। আচ্ছা এটা #দোয়া না #বদদোয়া? তবে এটুকু জানি #লোভে_পাপ_আর_পাপে_মৃত্যু। যাইহোক আমি গর্বিত অন্ততঃ কিছুটা হলেও পড়াশুনা করতে পেরেছি বাবার উছিলায় যেটা কয়েকবারই বন্ধ হতে ধরেছিল এই বাবারই উছিলায়, যা আমার নিজের একতরফা জেদ,বাসা থেকে বের করে দেয়ার পরও বেহায়ার মত বাসায় ফিরে যাওয়া,খেতে বসে বাবার লাথি খেয়ে ভাত সহ মাটিতে পরে যাওয়ার পরও আবারও খেতে বসা,গল্লাধাক্কা দিয়ে বের করে দেয়ার পরও চোখের পানি ফেলে আবারো ঘরে ফিরে আসা,কারন যাবোটা কোথায়!?যাওযার যায়গাতো ছিলোনা,বাবতো আমার জন্য কোন যাওযার যায়গা রাখেনি,যাইহোক হাজারো বাধা অতিক্রম করে নিজের পড়াশুনা শেষ করতে পেরে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এখন বাবা,মা,বোন,এবং তাদের সম্ভবতঃ বিসিএস ক্যাডার জামাই সবাই ভালো থাক। যতদিন বেঁচে আছি আশা করি আমিও ভালোই থাকবো। #ইনশা_আল্লাহ। বিঃদ্রঃ-#এখন_বউ_ই_প্রায়_সময়_মায়ের_ভূমিকা_পালন_করে_তবে_সেটা_মানুষিক_দিক_থেকে_আমাকে_ভেঙে_ফেলেনা,#আমাকে_সামনে_এগিয়ে_যাওয়ার_উৎসাহ_দিয়ে।মাঝে মাঝে বউ প্রশ্ন করে আমি কি আমার মায়ের নিজের সন্তান!?এখানে নিরবতাই সবচেয়ে ভালো উত্তর।কারোন ছোট বেলা থেকেতো তাই দেখে আসছি।
Comments