-
Posted by
Hasina Akhtar Nigar December 20, 2018 -
Filed in
Society
-
#life and love
-
1,787 views
ভালোবাসার সনে বসবাস
হাসিনা আকতার নিগার
ভালোবাসা - শব্দ টা নিয়ে বড় টানা পোড়ন চলে মনের মাঝে । নানা রংয়ে নানা ধরনে সে আসে জীবনে । তবে কোথায় যেন আজো অজানা রয়ে গেল ভালোবাসার অর্থটাকে। মধ্য জীবনে এসে জীবনের চাওয়া পাওয়াকে যতি চিহ্ন টেনে দিয়ে অবসরের এক মাদকতা পেয়ে বসেছে অজান্তাকে।
বেশ কদিন ধরে মনে হচ্ছে , অনেক তো হলো জীবনের পথে ছুটে চলা । জীবন যুদ্ধে জয়ী কিনা তা হিসাব করে মনটাকে বিষন্ন করতে আর চায় না। এইতো বেশ আছে। অজান্তার জীবনের স্বপ্নগুলোর আয়ু নিদ্রার সময়ের চেয়েও কম । তাই হয়ত ছোট জীবনের পার্থিব চাওয়া পাওয়াকে শুধু মাত্র প্রয়োজন মিটানোর মধ্যে শেষ করতে পেরেছে। বিত্ত- বৈভব তাকে কোনদিনই মোহময় করে তুৃলেনি। বরং কোন একটি ছোট মনের কোনে নিজের মত করে বসবাসের বড় লোভ তার। তবে কি এ লোভটুকু ভালোবাসা।
মানুষ বলে পার্থিব ভালোবাসাকে যদি ধারন করা যায় তবে অনায়সেই প্রকৃতির প্রেম তাকে নিয়ে যায় বিশালতার কাছে। এটাই সত্য এখন অজান্তার।
সবটুকু ছাড়িয়ে আছে সে পূর্ণ। মেঘলা আকাশ পাহাড় ঘেরা নিরিবিলি নির্বাসিত জীবনের দুঃখবোধগুলিকে তার কাছে বড় বেশী সুখ স্মৃতি মনে হয়।
তার জীবনে প্রানের মানুষটি তাকে জীবনে এত বেশী প্রেম দিয়েছে বলেই আজ তার অনুপস্থিতি টুকুও তাই সে অনুভব করতে পারে না।
তাদের সে যাপিত জীবনে ভালোবাসা শব্দটা নানা শাখা প্রশাখায় বিস্তার করেছিল বলেই আজ বিচ্ছেদটুকু নিরাশ করে না। বরং মনে হয় জীবনে বিচ্ছেদ না এলে সে হয়ত বুঝত না কেউ তাকে এতটাই ভালোবাসত।
তবে কেন জানি বড্ড জানতে ইচ্ছে হচ্ছে সে কি এখনও তেমন করে ভালোবাসে তার অজন্তাকে। যেমন করে তার কন্ঠের ‘ভালোবাসি ’ এ কথাটা একবার শুনলে মনে হয় আবার শুনি। কিন্ত তার প্রানের মানুষ টি বড় হাড় কিপটে ছিলো খুব সহজে বলত না তারে ‘ভালোবাসি’।
যোজন যোজন মাইল দূরে সে প্রেম হারিয়ে গিয়েছে ঠিকই তবে ভালোবাসার দিক বিদিক ছুটে চলা থামেনি অজান্তার। বরং এখন সে একান্তভাবে স্মৃতির সাথে বসবাস করে ভালোবাসার সাত রংয়ে নিজেকে সাজায়। নিজের মনে সারাটা সময় চলে আলাপন। ঠিক যেমনটি হতো তাদের দুজনের ।
একারনে হয়ত মানুষ বলে ভালোবাসার কোন সময় নেই কোন বয়স নেই। তবে ভালোবাসার আগুনে যখণ মন পুড়ে তখণ সে মনে আর কোন দুঃখ বোধ করি যন্ত্রনা সৃষ্টি করতে পারে না। তা না হলে সে অস্থির চঞ্চলা অজান্তা এতটা স্থির হয় কি করে?
যে প্রেমে ছিল তার নিত্য বসবাস সে প্রেম যখন দুটি মানুষের দৃশ্যত জীবন মিলন নিয়ে এলো ও তখণ তারা মনে করে ছিল এ জীবনে আর বোধ হয় বেঁচে থাকা হবে না। কিন্ত না ঠিক তার উল্টোটা ঘটল। বাস্তবতার হিসাব নিকাশে মিলন টা সুখের হল না। তাই কল্পনা আর স্মৃতিতে সে আছে কেবল।
ভালোবাসার একটি স্তর তাকে নিয়ে গেল অনন্ত প্রেমের স্তরে। যেখানে কোন ভাষা নেই আছে শুধু আকুলতা কিংবা বলা যায় বিরহের মাঝে মিলনের সুখ।
সব ছাড়িয়ে পাহড়ের কোলে যখন সাগরের টেউ আছড়ে পড়ে তখন অজান্তার মনে হয় এমনি করে তাদের প্রেম হয়ত আজো ঝড় তুলে দুজনের মনে। তাদের জীবনে এক বিন্দু শূণ্য স্থান নেই যেখানে আর কোন প্রেম জায়গা করে নিবে।
আর সে নৈবদ্য প্রেম অজান্তাকে দিয়েছে এমনি এক মিলনের সুখ তা কেবলই মন দিয়ে অনুভব করা যায়।
খুব মনে হয় একটি বার জানতে সে কেমন আছে বা কেমন করে কাটে তার সময় গুলো । কিন্তু ভয় হয় যদি ভালোবাসার এ সাগরে নতুন করে ঝড় উঠে তবে তা আর থামবে না। কারন আজ তার কাছে ভালোবাসা বা প্রেম শুধু মাত্র জীবনের মোহ মাযা নয়। বরং প্রতিটি নিঃশ্বাসে সে বসবাস করে এ প্রেমের সাথে।
তাই হাজারো বার ফোনটা হাতে নিয়ে আবার রেখে দেয় । নিজের মনে নিজেকেই এ বলে -‘ এই তো বেশ , নাইবা জানলো তার সাথেই আমার এখনো দিবা রাত্রি বসবাস।’
Comments